Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পিতৃমাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সরকারি শিশু পরিবার পরিচালনা করছে।

 

এক নজরে সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর

 

১। প্রতিষ্ঠানের নাম : সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর

২। প্রতিষ্ঠানের স্থাপনের তারিখ : ১৯৪৫ খ্রি:

৩। অবস্থান : চাঁদপুর কুমিল্লা হাইওয়ের দক্ষিণ পাশে নিজস্ব জায়গার উপর অবস্থিত

৪। সম্পত্তির পরিমাণ : ১৩.৬৩ ১/৪ একর

৫। শিশু পরিবারের অনুমোদিত আসন সংখ্যা : ১৭৫ জন

৬। বর্তমানে ভর্তিকৃৃত নিবাসীর সংখ্যা : ১৬৫ জন

৭। এ যাবৎকাল ভর্তিকৃত নিবাসীর সংখ্যা : ৮৩৫৬০ জন

 

আবাসিক ও অন্যান্য ভবন সমুহের তথ্য :

ক্রম.

বিবরণ

সংখ্যা/পরিমাণ

০১

৪ তলা ও ৫ তলা বিশিষ্ট ২টি ডরমেটরি ভবন

আসন সংখ্যা ১৭৫ বর্তমানে ১৬৫ শিশু ও ১ জন বৃদ্ধা অবস্থান করছে

০২

অফিস কাম ট্রেনিং সেন্টার

১টি

০৩

বিদ্যালয় ভবন

১টি আধাপাকা টিনসেড

০৪

গুদাম ঘর

১টি পরিত্যাক্ত স্কুল ভবন

০৫

কর্মকর্তার বাসভবন

১টি (১০০০ বর্গফুট বিশিষ্ট)

০৬

সহকারি তত্ত্বাবধায়ক ও কম্পাউন্ডারের

১টি দ্বিতল (২ ইউনিট) বিশিষ্ট নির্মিত বাস ভবন

০৭

বালিকা নিবাসীদের জন্য আধাপাকা টিনসেড ঘর

৪টি (পরিত্যাক্ত)

০৮

বালক নিবাসীদের জন্য আধাপাকা টিনসেড ঘর

২টি (পরিত্যাক্ত)

০৯

অন্যান্য পুরাতন ভবন

০৪টি

১০

মসজিদ ঘর

১টি

১১

নিবাসীদের গোসল ও মাছ চাষের পুকুর

২টি

 

গাছের বিবরণ :

ক্রম.

বিবরণ

সংখ্যা/পরিমাণ

০১

নারিকেল গাছ বড় ও ছোট

৬৬০টি

০২

আম গাছ বড় ও ছোট

১০০টি

০৩

পেয়ারা গাছ ছোট ও মাঝারি

৫০টি

০৪

তাল গাছ বড়

২৫টি

০৫

ঔষধি গাছ ছোট ও বড়

৫০টি

 

 

১।  শিশু পরিবারের সীমানা প্রাচিরের র্দৈঘ্য ৩১২৮ ‍ফুট

ক) কাজ সমাপ্ত- ১৯৪৫ ফুট

খ) কাজ অসমাপ্ত- ১১৮৩ ফুট

২। শিশু পরিবারের অভ্যন্তরীণ পাকা রাস্তা ১৬০০০ ব:ফু:

 

জনবলঃ 

পদবি

অনুমোদিত পদ

কর্মরত পদ

শূন্য পদ

তত্ত্বাবধায়ক(সহকারী পরিচালক সমমান)

সহকারী তত্ত্বাবধায়ক

কারিগরি শিক্ষক

সহকারী শিক্ষক

উচ্চমান সহকারী-যুক্ত-হিসাবরক্ষক

গ্রাজুয়েট টিচার

মেট্রন কাম নার্স

কম্পাউন্ডার

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

অফিস সহায়ক

ম্যাসেঞ্জার

বাবুর্চী/পাচক/কুক

খণ্ডকালীন ডাক্তার

মোট

২৮

১৪

১৪

 

কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ:


সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা সরকারি শিশু পরিবার পরিচালনার দায়িত্ব পালন করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে তত্তাবধায়ক সরকারি শিশু পরিবার পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালকগণ মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক এর নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি শিশু পরিবার পরিচালনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন। এছাড়া উপ-পরিচালক, সমাজসেবা অধিফতরের নেতৃত্বে সরকারি শিশু পরিবারের ভর্তি কমিটি শিশুদের ভর্তির ব্যবস্থা করে থাকে।
 

 

সেবা:

১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন

পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন

শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান

নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন

পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা


সেবা গ্রহীতা:

৫-৯ বছর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন বা পিতৃমতিৃহীন দরিদ্র শিশু।


সেবাদান কেন্দ্র:

সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর।

 

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):

নির্ধারিত ফরমে ৬-৯ বছরের এতিম শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্ততপূর্বক তত্ত্বাবধায়ক/ঊপ-তত্ত্বাবধায়ক ভর্তি কমিটির সভা আহ্বান করেন। সভায় নিবাসী নির্বাচনপূর্বক আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি করে এতিম নিবাসী শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।

কার্যাবলি:

প্রতি বছর ডিসেম্বর মাসে অভিভাবক কর্তৃক  নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট শিশু পরিবারে অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল;

সিভিল সার্জন বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই;

ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন

বিনামূল্যে এতিম শিশু ভর্তি;

শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন


সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা:

১. সরকারি শিশু সদন / শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা-২০০২

২. শিশু আইন ২০১৩
 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র:

 

শিশু পরিবার পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;

যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা;

শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;

শিশুর পুনর্বাসনে আর্থিক ভাবে, চাকুরী প্রদান মাধ্যমে বা তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা;

শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;

শিশুর পরিপূর্ণ বিকাশে যে কোন ধরণের সহযোগিতা।


সেবা প্রদানের সময়সীমা:

 

শিশু পরিবারে ভর্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির পর ১ মাস

শিশু ভর্তি হওয়ার পর অন্যান্য সেবা শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত


বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক), সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর - ৩৬০০

ফোনঃ ০৮৪১-৬৩৫৭৭

০১৭০৮৪১৪৩৮১