Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সরকারি শিশু পরিবারে পবিত্র ঈদ উল আযহা পালিত।
Details
জেলা প্রশাসক, চাঁদপুর জনাব কামরুল হাসান মহোদয় এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটয়ারী দুলাল  মহোদয় সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর শিশুদের সাথে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা বিনিময় করেন। মহোদয়গণ শিশুদের পরিবেশনকৃত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 
জেলা প্রশাসক মহোদয় শিশুদের ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হওয়ার উপদেশ দেন। তিনি শিশুদের উদ্দেশ্যে  বলেন, রাত-দিন, সুখ-দুঃখ, হাসি-কান্না, সুস্থতা-অসুস্থতা,  ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন। কখনোই হতাশ হওয়া যাবে না। শিশু পরিবারের শিশুরা চাঁদপুর এর সকল জায়গায় নেতৃত্ব দিবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মহোদয় শিশুদের জন্য 'কোন' আইসক্রীম নিয়ে আসেন। 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় শিশুদের ঈদের সালামি দেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন যে, তাদের পিতামাতা নেই এটা যেন তারা মনে না করে। আমরা সবসময় পাশে আছি।
শিশুদের জন্য হাঁড়ি ভাঙ্গা, বল নিক্ষেপ, পিলো পাসিং ও কুইজ প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন ও বিশেষ খাবারের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার জেল সুপার, চাঁদপুর জনাব গোলাম দস্তগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোঃ মেসকাতুল ইসলাম এবং সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর তত্ত্বাবধায়ক জনাব মোঃ মনিরুল ইসলাম  এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জেলা প্রশাসক, চাঁদপুর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় শিশুদের কুরবানির জন্য গরু উপহার দেন। এছাড়া মতলব উত্তর উপজেলার ফ্রেন্ডস ফোরাম '৯৮ নামের একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন শিশুদের ঈদের নতুন পোশাক দিয়েছেন।
শিশুদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।
Attachments
Publish Date
10/07/2022
Archieve Date
28/02/2023