জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর এ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপন করা হয়েছে। শিশু পরিবারে অবস্থান করা কোমলমতি এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত ও স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সে আলোকে শিশু পরিবারের একটি কক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করে বেশ কিছু বঙ্গবন্ধুর জীবনী লেখা বই, স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মহান মুক্তিযুদ্ধের উপর লেখা বইয়ের সমাবেশ ঘটানো হয়। কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী বিভিন্ন দূর্লভ আলোকচিত্রের সমাবেশ ঘটানো হয়েছে যা পরবর্তীতে আরও সমৃদ্ধ করা হবে। এ কর্ণার স্থাপনের মাধ্যমে দৈনন্দিন কর্মকান্ডের অতিরিক্ত সময়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সঠিক জ্ঞানদানের জন্য ক্লাসও নেয়া হয়। সময়ে সময়ে শিশুদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারী দেখানো হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি (বর্তমানে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী) মহোদয় ১৪ জুন ২০১৯ অপরাহ্নে সরকারি শিশু পরিবার, চাঁদপুরে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন করেন ও পরে পুরো কর্ণার ঘুরে দেখেন। তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তিনি শিশুদের আমাদের গৌরবময় ইতিহাস, মহান ত্যাগ ও সংগ্রামের কথা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও সংগ্রাম সম্পর্কে জানা, অনুপ্রাণিত হওয়া, নিজেদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য উপদেশ দেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস