Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর এ ভর্তির নিয়ম ও পদ্ধতি

শিশু পরিবারে ৬-৯ বছর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশু ভর্তির যোগ্য।

 

ভর্তির বিজ্ঞপ্তি জারি সাপেক্ষে অথবা প্রতি বছর ডিসেম্বর মাসে অভিভাবক কর্তৃক  নির্ধারিত ফর্মে সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর অফিসে অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল করতে হয়।

 

নির্ধারিত ফরমে ৬-৯ বছরের এতিম শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। আবেদনপত্রসমূহ বিনামূল্যে সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর কার্যালয়ে অথবা সংশ্লিষ্ট উপজেলা/ জেলা সমাজসেবা কার্যালয়ে বিনামূল্যে অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে পাওয়া যাবে।

 

প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্ততপূর্বক তত্ত্বাবধায়ক ভর্তি কমিটির সভা আহ্বান করেন। উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সভাপতিত্বে সরকারি শিশু পরিবারের ভর্তি কমিটি শিশুদের ভর্তির ব্যবস্থা করে থাকে। সভায় শিশু নির্বাচনপূর্বক আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে বিনামূল্যে ভর্তি করে এতিম নিবাসী শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।

 

ভর্তি কমিটির রূপরেখাঃ

১।

উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর

সভাপতি

২।

জেলা প্রশাসক, চাঁদপুর এর প্রতিনিধি                 

সদস্য

৩।

সিভিল সার্জন, চাঁদপুর এর প্রতিনিধি                 

সদস্য

৪।

জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর

সদস্য

৫।

জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল , বিশিষ্ট সমাজসেবক

(জেলা প্রশাসক কর্তৃক মনোনীত)

সদস্য

৬।

তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক)

সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর

সদস্য-সচিব



কার্যাবলি:

* প্রতি বছর ডিসেম্বর মাসে অভিভাবক কর্তৃক নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট শিশু পরিবারে অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল;

 

* সিভিল সার্জন বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই;

 

* ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন;

 

* বিনামূল্যে এতিম শিশু ভর্তি;

 

* ১৮ বছর পর্যন্ত শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন


 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক), সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর - ৩৬০০

ফোনঃ ০৮৪১-৬৩৫৭৭

০১৭০৮৪১৪৩৮১