ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তার জন্য আবেদন আহবান।
বিস্তারিত
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচিটি ২০১৩-১৪ অর্থ বছর হতে চালু হয়েছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্তান্ত গরীব রোগীদের সনাক্ত করে সমাজসেবা অধিদফতরের জনবল, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতায় এ নীতিমালা অনুসরণ করে প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকা প্রণয়নপূর্বক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যরালাইজড ও জন্মগত হৃদরোগে আক্তান্ত গরীব রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আক্রান্ত রোগীর পরিবারের ব্যয়ভার বহনে সহায়তা করা হয়। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হয়। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্তান্ত গরীব রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে সমগ্র বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থ বছরে ১৯২ জন দরিদ্র রোগীকে এককালীন ৫০,০০০/- টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে ৪১৬ জন দরিদ্র রোগীকে এককালীন ৫০,০০০/- টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আবেদনপত্র সকল উপজেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা সমাজসেবা কার্যালয়, স্টেডিয়াম রোড, চাঁদপুর এ বিনামূল্যে পাওয়া যাবে। অথবা নিম্নলিখিত ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করা যাবে।