সরকারি শিশু পরিবার, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত।
বিস্তারিত
মুজিব বর্ষ উপলক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ এবার প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে আজ ৭ই মার্চ অপরাহ্নে এ বিশেষ দিনটির তাৎপর্য তুলে ধরতে কোমলমতি শিশুদের নিয়ে সরকারি শিশু পরিবার এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁদপুর এর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নিবাসী ফারজানা আক্তার এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক ও প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ মনিরুল ইসলাম। উভয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিশু নিবাসী রহিমা আক্তার, প্রমেউ মারমা, কাকলী আক্তার, জান্নাত আক্তার প্রমুখ আলোচনায় অংশ নেন।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উভয় প্রতিষ্ঠান ভবনে (৬-৭ মার্চ) ২দিন ব্যাপী আলোকসজ্জ্বা করা হয়।