১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর উদ্যোগে শিশুদের নিয়ে কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত এই জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রধান অতিথির আসন গ্রহণ করেন জেলা প্রশাসক, কামরুর হাসান মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন জনাব জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সম্মানিত উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার মহোদয়, এবং মিয়া মোহাম্মদ ফিরোজ আহমেদ খান, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ এবং এই ঝমকালো আয়োজনের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) জনাব আলপনা চাকমা মহোদয়।
অতিথিবৃন্দ আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনের দিক নিয়ে আলোকপাত করেন। অবশেষে কেক কেটে শিশুদের মাঝে বিতরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস