সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর যৌথ উদ্যোগে 'শিশু সুরক্ষা ও নিবাসীদের শিক্ষার মানোন্নয়নে করণীয়' শীর্ষক সেমিনার এবং ১ লক্ষ ৮০ হাজার টাকার মেধাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুন ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩০ ঘটিকায় সরকারি শিশু পরিবার হলরুমে অনুষ্ঠিত উক্ত সেমিনার এবং মেধাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, চাঁদপুর জনাব কামরুল হাসান মহোদয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব বশির আহমেদ, চাঁদপুর
জেলার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটোয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব প্রাণকৃষ্ণ দেবনাথ, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার, সিভিল সার্জন, চাঁদপুর মহোদয়ের প্রতিনিধি ডাঃ সাখাওয়াত হোসেন মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর তত্ত্বাবধায়ক জনাব মিয়া ফিরোজ আহমদ খান, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব সুমন চন্দ্র নন্দী, সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব শাহিনা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর এর প্রতিনিধি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় শিশুদের লেখাপড়ার পাশাপাশি কারিগরী শিক্ষা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অর্জনের পরামর্শ দেন।
সেমিনার শেষে জেলা প্রশাসক মহোদয় ০৫ জন প্রাক্তন নিবাসীকে মাসিক মাথাপিছু ২ হাজার ৫০০ টাকা হারে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা, ০৪ জন বর্তমান নিবাসীকে মাসিক মাথাপিছু ০১ হাজার টাকা হারে মোট ৪৮ হাজার টাকার মেধাবৃত্তির চেক তুলে দেন।
অতঃপর বিকাল ৫ ঘটিকায় সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় প্রতিষ্ঠানের 'ঙ' গ্রুপের মালামালের গুণগত মান যাচাই ও ২০২৩-২৪ অর্থবছরের জন্য শিশুদের খাদ্য মেন্যু নির্ধারণ, পুরাতন লেপ-তোষক, বালিশ বিনষ্টিকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।