Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পবিত্র ঈদ-উল-ফিতর/২০২৩ পালন।
বিস্তারিত
বরাবরের মতো এবারের ঈদে আনন্দ আর উচ্ছ্বাসে মেতেছিল চাঁদপুর সরকারি শিশু পরিবারের সদস্যরা।
পুরো দিনটি ছিল পিতা-মাতাহীন, পিতৃহীন, পিতা-মাতা হতে বিচ্ছিন্ন কিংবা স্বজনহারা এই শিশুদের জন্য অন্যরকম একটি সময়। নেচে-গেয়ে এবং নানান ধরনের খেলাধুলায় নিজেদের মাতিয়ে রাখে তারা। 
চাঁদপুর সরকারি শিশু পরিবার। যেখানে আশ্রয় পেয়েছে বাবা কিংবা মা-হারা একদল শিশু। নিকট স্বজন থেকে একেবারেই বিচ্ছিন্ন তারা। তাই পারিবারিক বন্ধন যে কি, তা জানা নেই এ কণ্যা শিশুদের নিকটাত্মীয়দের কাছেও আশ্রয় মেলেনি ওদের। শেষ আশ্রয় হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের সমাজসেবা অধিদফতরের পরিচালনায় এই শিশু পরিবারে।
যেকোনো উৎসব এলে বাইরের অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ নেই এই শিশুদের। তাই পরিবারের গন্ডিতে বড় হয়ে উঠা শিশুর মতো যারা পরিবারের সঙ্গে ঈদে অংশ নিতে পারছে, ঠিক একইভাবে এখানেও নানা আয়োজনের ব্যবস্থা করা হয়। 
ঈদের আগের দিন চাঁদরাতে বাজি ফুটিয়ে, তারাবাতি জ্বালিয়ে, আলপনা এঁকে, একে অপরকে মেহেদী পরিয়ে প্রস্তুতি সেরে নেয় শিশুরা। 
ঈদের দিন গায়ে নতুন পোশাক, নতুন জুতো, নতুন অলঙ্কার পরে স্পেশাল খাওয়া দাওয়া। সকালে পরোটা-সেমাই, বেলা ১১ টায় চটপটি, দুপুরে পোলাও-রোস্ট, গরুর রেজালা, দই ও কোমল পানীয়, বিকেলে কেক-মিস্টি, রাতেও বিশেষ খাবারের আয়োজন।
এদিন সরকারি শিশু পরিবারের গোটা হলজুড়ে ছিল উচ্ছ্বাসের জোয়ার। একদল নিজেদের মতো নেচে-গেয়ে মাতিয়ে রাখে অন্যদের। এমন আনন্দ শুধু হলজুড়েই নয়। বাইরেও চলছিল, চেয়ার খেলা, বালিশ ছোড়া, কুইজ প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলা। 
বর্তমানে দেশের বিভিন্ন স্থানের অভিভাবকহীন ৮৮ জন শিশু অবস্থান করছে। তাদের খাওয়াদাওয়া, শিক্ষা, পোশাক-পরিচ্ছদ সবকিছুই সরকার দিচ্ছে। 
ঈদের দুই দিন আগে চাঁদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মহোদয় শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে ঈদের নতুন পোশাক, গয়না,জুতা ও প্রসাধন সামগ্রী বিতরণ করেন। 
পুলিশ সুপার জনাব মিলন মাহমুদ বিপিএম (বার) মহোদয় শিশুদের ঈদ স্পেশাল কেনাকাটার জন্য ৫০ হাজার টাকা দেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটোয়ারী দুলাল শিশু এবং কর্মচারীদের ঈদের সালামি প্রদান করেন। 
এভাবে পরিপূর্ণ হয়ে উঠে আয়োজন। 
এদিকে, দিনভর সব আয়োজন শেষে সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইমতিয়াজ হোসেন মহোদয়। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় ফিরিয়ে নেওয়া, শিশুদের মানসিক বিকাশ এবং প্রকৃতভাবে শিক্ষা নিয়ে যেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করতে পারে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব ধরনের সুবিধা নিশ্চিত করেছেন। 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় এসময় শিশুদের হাতে আইসক্রিম খাওয়ার জন্য ৩ হাজার টাকা দেন। জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার ও তাঁর সহধর্মিণী, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁদপুর এর শরীরচর্চা শিক্ষক জনাব সমীর চন্দ্র দাস এসময় উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী তত্ত্বাবধায়ক জনাব মোঃ আনোয়ার হোসেন।
সবাইকে ঈদ মোবারক। 
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/04/2023
আর্কাইভ তারিখ
17/09/2024