শিরোনাম
চাঁদপুর জেলায় সরকারি শিশু পরিবার এর আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বিস্তারিত
চাঁদপুর জেলায় সরকারি শিশু পরিবার এর আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৭ জানুয়ারি, ২০২৪ তারিখ "শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে" প্রতিপাদ্যে চাঁদপুর জেলায় সরকারি শিশু পরিবার এর আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাশেদুল হক চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী সহ সংশ্লিষ্ট অংশীজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
সরকারের নানা সুযোগ সুবিধা গ্রহণ করে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুরা বিভিন্ন ক্ষেত্রে মেধার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করছে । সরকারি সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করা গেলে এই শিক্ষার্থীরা আগামীতে দেশের সম্পদে পরিণত হবে এবং দেশের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।